লা লিগায় ক্রমাগত বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়াস জুনিয়রের মন্তব্য আলোচনার ঝড় তুলেছে ফুটবল দুনিয়ায়। ব্রাজিলিয়ান তারকার পাশে দাঁড়িয়েছেন ফিফা সভাপতিসহ বর্তমান ও সাবেক খেলোয়াড়দের অনেকেই।
এবার রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে বর্ণবাদ থেকে রক্ষা করতে সব করবেন বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। বলেছেন, ‘বার্সা কোচ হিসেবে আমার অবস্থানকে ব্যবহার করব তাকে রক্ষা করতে।’
সোমবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন জাভি। একইসঙ্গে ভ্যালেন্সিয়ার মাঠে ঘটা ঘটনার নিন্দাও জানান তিনি। বলেছেন, ‘এটাই একমাত্র পেশা যেখানে অপমান করা হয়।
আমি কর্মক্ষেত্রে কোনো রুটিওয়ালা কিংবা শিক্ষককেও অপমান করতে দেখি নাই। এখনই এসব বন্ধ করতে হবে। বন্ধ করতে চেষ্টা করুন। আপনি একজন বিল্ডিং শ্রমিককে অপমান করুন। আমি নিশ্চিত আপনার মাথায় ইট পড়বে।’
‘বর্ণবাদের যে কোনো কাজ, যেমনটা আমরা ভিনিসিয়াসের প্রতি দেখেছি, এসবের নিন্দা জানানো উচিত। সে কোন জার্সির খেলোয়াড়, তা ভাবার আগে সে একজন মানুষ। তাকে রক্ষা করতে হবে এবং বার্সা কোচ হিসেবে আমার অবস্থানকে ব্যবহার করব তাকে রক্ষা করতে।’
‘আমাদের একত্রিত হতে হবে এবং কঠোর হতে হবে। এটি একটি শিক্ষাগত সমস্যা। আমাদের মানুষকে শিক্ষিত করতে হবে। আমরা এমন একটি পরিবেশে আছি যেখানে আমাদের অপমান করা হয়। ফুটবল বিশ্বে আমাদের শিক্ষিত পরিবেশ নেই।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।