মুন্সিগঞ্জে গত শনিবার (১২ ফেব্রুয়ারি) শেখ রাসেলের কাছে হারে সাইফ স্পোর্টিং ক্লাব। পরে মুন্সিগঞ্জের মাঠে ম্যাচ শেষে রেফারিকে ঘিরে ধরেন সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামাল ভূঁইয়াসহ দলের অন্যরা। সেখানেই নাকি ভিড়ের মাঝে রেফারিকে লাথি মেরেছেন জামাল! আর এজন্য বাফুফে জামাল ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে।
এরই মধ্যে সোমবার (১৪ ফেব্রুয়ারি) কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে তাকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাবও দিতে বলা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তা এবং অন্য খেলোয়াড়দের বিপক্ষে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটার মধ্যে এর ব্যাখ্যা চেয়েছে বাফুফে।
জামাল অবশ্য অভিযোগ পুরোটাই অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি কেন রেফারিকে লাথি মারতে যাবো? যদি ম্যাচের পর এমনটি করে থাকি, তাহলে তো রেফারি আমাকে লাল কিংবা হলুদ কার্ড দেখাবেন। তা তো দেখাননি। এছাড়া এর কোনো প্রমাণও নেই। ভিডিও ফুটেজ কিংবা ছবিও নেই। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।