পিএসজিতে যোগ দেওয়ার পর মেসিকে যেন চেনা যাচ্ছে না। যে বার্সেলোনায় থাকতে গোলের বন্যা বইয়ে দিতেন, সেই মেসিই এখন পিএসজিতে নিজেকে খুঁজে পাচ্ছেন না। তবে জাতীয় দলে তার উল্টো চিত্র। আর্জেন্টিনা দলেই তাকে দেখা যায় বেশি সাচ্ছন্দ্যে।

রোববার (১৩ মার্চ) ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে তো একপ্রকার নতুন অভিজ্ঞতাই হয়েছে মেসির। পিএসজির ঘরের মাঠের দর্শকদের দুয়ো শুনতে হয়েছে সাতবারের ব্যালন ডি-অর জয়ী এই আর্জেন্টাইন ফুটবলারকে। তবে আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ রবার্তো আয়ালা মেসির বর্তমান অবস্থা নিয়ে মোটেও চিন্তিত নন। তিনি মনে করেন, জাতীয় দলে ফিরলেই পুরোপুরি বদলে যান মেসি।

তিনি বলেন, ‘আমাদের জন্য এটা কোনো ইস্যু নয়। কারণ, এটা আমাদের জাতীয় দল থেকে বিচ্ছিন্ন। আমরা মেসিকে ভালো দেখছি। সে এমন একটা ছেলে, যে জাতীয় দলে গেলে বদলে যায়। সে দলের সঙ্গে খুব ভালোভাবে জড়িত আর ওই দলের একজন হিসেবে নিজেকে দেখতে চায়।’

আয়ালা আরও যোগ করেন, ‘অনেকের জন্যই মেসি একজন আদর্শ এবং সে তাদের হয়েই খেলে। সে চায়, তাকে যেন দলের অন্যদের মতোই বিবেচনা করা হয়। এখানে সবকিছু ভালো চলছে। সে ভালো আছে এবং উপভোগ করছে।’

এদিকে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের কাছে হেরে বিদায় নেওয়ার পর রোববার (১৩ মার্চ) বোর্দোর বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলের সহজ জয় পায় পিএসজি। গোল পেয়েছেন নেইমার, এমবাপ্পে ও পারেদেস। তবে এমন জয়ে দল খুশি হলেও মন ভালো নেই মেসি-নেইমারদের। কারণ, ম্যাচে যতবারই তারা বল পেয়েছেন, গ্যালারি থেকে ভেসে এসেছে দুয়ো। এমন অবস্থা নিশ্চয়ই কারো জন্য সুখকর নয়।

লাতিন অঞ্চল থেকে এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এখনো বাকি রয়েছে তাদের তিনটি ম্যাচ। আগামী ২৬ মার্চ ভেনিজুয়েলা ও ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে খেলবে মেসির আর্জেন্টিনা।

 

কলমকথা/ বিথী