চোটের কারণে লিপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলেননি। তবে হ্যামস্ট্রিং ও হাঁটুর সমস্যাটা গুরুতর নয় বলেই ধারণা। আগামী ১৩ ও ১৬ তারিখে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে তাই লিওনেল মেসিকে রেখেই দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৩৪ জনের দলে ফিরেছেন পাউলো দিবালাও। ঊরুর চোটে গত অক্টোবরের ম্যাচ দুটিতে তিনি খেলতে পারেননি।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি অসমাপ্ত রয়েছে। সেটি কবে হবে, আদৌ হবে কি না, তা এখনো অজানা। আর্জেন্টিনায় এখন ফিরতি ম্যাচ খেলতে যাচ্ছে সেলেসাওরা। স্কালোনি এই দলে পাঁচজন নতুন খেলোয়াড় ডেকেছেন—গোলরক্ষক ফেদেরিকো গোমেজ, ডিফেন্ডার গ্যাস্টন আভিলা; মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ, সান্তিয়াগো সিমোন, ক্রিশ্চিয়ান মেদিনা, মাতিয়াস সুলে ও ফরোয়ার্ড এজেকিয়েল জেবায়োস।
পেরুর বিপক্ষে না খেলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দলে আছেন এই দুই ম্যাচের জন্য। বাদ পড়েছেন পেরুর বিপক্ষে খেলা দামিয়ান মার্তিনেজ। বাছাইয়ে ১১ ম্যাচে ১০ জয় নিয়ে ব্রাজিলই এখনো শীর্ষে। ৩১ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ২৫। ১৬ পয়েন্ট নিয়ে উরুগুয়ে পঞ্চম স্থানে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।