পিএসজি এখন চাঁদের হাট। লিওনেল মেসি, নেইমার, সের্হিয়ো রামোসদের নিয়ে রীতিমতো স্বপ্নের দল। অথচ সেই দল ছাড়তে ব্যাকুল কিলিয়ান এমবাপ্পে! মেসি আসার পর সবাই যখন প্রতীক্ষায় ‘এমএনএম’ ত্রয়ীর জাদু দেখতে, তখনই বোমাটা ফাটাল ‘আরএমসি রেডিও’। চুক্তি বাড়াতে রাজি না হওয়ায় পিএসজিই নাকি এখন চাইছে এমবাপ্পেকে বিক্রি করতে! রিয়াল মাদ্রিদ আগে থেকেই পেতে চায় এই ফরাসিকে। তাদের সঙ্গে ইংল্যান্ডের একটি ক্লাব আগ্রহ দেখিয়েছে এমবাপ্পেকে পেতে। বলাই যায়, জমজমাট হতে চলেছে এমবাপ্পে নাটক।
পিএসজির সঙ্গে আগামী বছর শেষ হচ্ছে এমবাপ্পের চুক্তির মেয়াদ। এর আগেও ফিরিয়েছেন নতুন চুক্তির প্রস্তাব। মেসি আসার পর আরো একবার আলোচনার টেবিলে বসে দুই পক্ষ। তাতে পাঁচ বছরের নতুন চুক্তিতে নেইমারের সমান বেতন দিতে রাজি ছিল পিএসজি। কিন্তু এমবাপ্পে শুনলে তো! বাধ্য হয়ে পিএসজি তাই বিক্রি করতে চায় তাঁকে। নইলে আগামী মৌসুমে ছাড়তে হবে ট্রান্সফার ফি ছাড়াই।
তাই স্বপ্নের পালে নতুন হাওয়া রিয়ালের। অনেক দিন ধরেই রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ চান এমবাপ্পেকে, তবে পিএসজিকে রাগাতে চাননি কখনো। আরএমসির খবরের পর রিয়াল ১৬০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।
সূত্র: মার্কা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।