রিয়াল মাদ্রিদকে রোববার তাদের মাটিতে হারিয়ে লা লিগায় বার্সেলোনার শিরোপা জেতার স্বপ্ন দেখতে শুরু করেছে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। লা লিগা টেবিলের শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধানে ১২-তে নামিয়ে এনেছে বার্সা।

এল ক্লাসিকোতে ছয় ম্যাচের জয়খরা কাটিয়ে দলের অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকেও দাবি করেছেন, বার্সেলোনা ফিরে এসেছে।

এনিয়ে লিগে ১৩ ম্যাচ অপরাজিত বার্সা। খেলা শেষ হওয়ার পর ডিফেন্ডার পিকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমরা ফিরে এসেছি।’ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শিষ্যের সঙ্গে সায় দিলেন জাভি, ‘হয়তো আমরা বলতে পারি আমরা ফিরে এসেছি।’

পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের জোড়া গোলের পর রোনাল্ড আরাউজো ও ফেরান তোরেসের গোল এনে দেয় ৪-০ তে জয়।

জাভি বললেন, ‘এই পথ অনুসরণ করতে হবে। এভাবেই আমরা খেলতে চাই। এটা ছিল পরিপূর্ণ পারফরম্যান্স। মাদ্রিদের চেয়ে আমরা অনেক ভালো ছিলাম, তাদের মাঠে আমরা হোম টিমের মতো খেলেছি। আমরা অনেক কঠিন ম্যাচ প্রত্যাশা করেছিলাম।’

আনন্দে উদ্বেলিত সাবেক বার্সা মিডফিল্ডার, ‘আমরা সহজেই পাঁচ থেকে ছয় গোল করতে পারতাম। গত কয়েকটি ক্লাসিকো হারের নেতিবাচক গতিধারা থেকে সরে এলাম। এই দিনটা উপভোগের, শুধু একজন বার্সা কোচ হিসেবে নয়, একজন ভক্ত হিসেবেও।’

নভেম্বরে জাভি যখন দায়িত্ব নেন, লা লিগায় বার্সার অবস্থান ছিল নবম স্থানে। চার মাস যেতেই তারা তিন নম্বরে, দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে মাত্র তিন পয়েন্ট পেছনে।

দারুণ এই সাফল্যের পর লা লিগা শিরোপা জিততে পারবেন কি না প্রশ্নে জাভি বলেন, ‘আমি জানি না আমরা শিরোপা জিততে পারব কি না, আমরা কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না। হয়তো আমরা পিছিয়ে আছি, কিন্তু এটা আমাদের জন্য খুব বড় জয়।

আমরা আজ জিতলাম, হেড টু হেড রেকর্ডেও তাদের চেয়ে ভালো অবস্থানে (মাদ্রিদের বিপক্ষে পয়েন্ট সমান হলে হেড টু হেড বিবেচনা করা হবে), কিন্তু এটা খুব কঠিন হতে যাচ্ছে। মাদ্রিদ কেবল তিনটি লিগ ম্যাচ হেরেছে, আরো তিনটি হারতে হবে। আমাদের অনেক খাটতে হবে। প্রথম লক্ষ্য হলো চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা।’