সাগর কুমার বাড়ই | খুলনা, প্রতিনিধি : ৪ ঠা জুন খুলনা জেলার আওতাধীন রূপসা উপজেলার ডোবা নবারুণ সংঘের উদ্যোগে ডোবা গ্রামের ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

জানা যায়, সাড়ে ৪ টার সময় প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপ্তিশ্বর বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন রূপসা উপজেলার ডোবা নবারুণ সংঘের সভাপতি চঞ্চল অধিকারী, সাধারণ সম্পাদক সুজন দাস , লিটন বাগচী , বরুণ দাস , তপন দাস , অজয় সরকার , শিমুল অধিকারী , চন্দ্র কান্ত বিশ্বাস ,পরিতোষ বিশ্বাস , রমেশ চন্দ্র দাস ,কমলেশ , গৌতম , রূপসা উপজেলার পিঠা ভোগ পি বি সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায় , সাইফুল ইসলাম , মোস্তাকুজ্জামান সহ আরো অনেকে ।

প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতা শেষে ঐতিহ্যবাহী ডোবা নবারুণ সংঘের আয়োজনে বিকাল ৫ ঘটিকায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ।

প্রীতি ফুটবল ম্যাচে অংশ গ্রহণ কারী দল হলো তেরখাদা উপজেলার কাগদী যুব সংঘ ও রূপসা উপজেলার ডোবা নবারুণ সংঘ ।

প্রীতি ফুটবল ম্যাচ তেরখাদা উপজেলার কাগদী যুব সংঘ কে রূপসা উপজেলার ডোবা নবারুণ সংঘ ৩ – গোলে পরাজিত করে ।

প্রীতি ফুটবল ম্যাচটি পরিচালনা করেন ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপ্তিশ্বর বিশ্বাস ।