ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বেতন কমাতে পারে ইংলিশ ক্লাবটি। এরই মধ্যে নতুন একটি খবর দিয়েছে ভেনেজুয়েলা ভিত্তিক সংবাদমাধ্যম ‘এমএসসি ফুটবল’। তাদের প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগে ক্লাবের প্রত্যাশা পূরণ না হলে রোনালদোর বেতনের অন্তত ২৫ শতাংশ কাঁটছাঁট হতে পারে। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুম শেষে সেরা চারে না থাকতে পারলেও কপালে দুর্গতি আছে!
জুভেন্টাস ছেড়ে রেড ডেভিলসদের ডেরায় কিছুটা বেতন কমিয়ে যোগ দিয়েছিলেন এই তারকা স্ট্রাইকার। তবুও ৩৬ বছর বয়সী রোনালদো ইংলিশ ক্লাবটির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়।
জুভেন্টাসে সপ্তাহে ৫ লাখ পাউন্ড বেতন পেতেন সিআর সেভেন। বছরে অঙ্কটা ২ কোটি ৬০ লাখ পাউন্ড। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ইংলিশ ক্লাবটিতে সপ্তাহে ৪ লাখ ৮০ হাজার পাউন্ড বেতন পাবেন রোনালদো। কিন্তু ডেইলি মেইল জানায়, অঙ্কটা আসলে সপ্তাহে ৩ লাখ ৮৫ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা। সেই হিসেবে বছরে পাবেন দুই কোটি ২০ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৪ কোটি ৭৪ লাখ টাকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।