করোনাকালে বেতনের খরচ কমাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকাকে নামমাত্র দামে বিক্রি করে দিয়েছে জুভেন্টাস।

ছয় মাসের মাথায় সেই জুভেন্টাসই রোনাল্ডোর শূন্যতা পূরণ করতে ৭৫ মিলিয়ন ইউরো খরচ করে নতুন স্ট্রাইকার কিনল! শুক্রবার রাতে চার বছরের চুক্তিতে ফিওরেন্তিনা থেকে জুভেন্টাসে যোগ দিয়েছেন ২২ বছর বয়সি সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ।

আপাতত জুভেন্টাসকে ৭৫ মিলিয়ন ইউরো গুনতে হলেও শর্তসাপেক্ষে খরচের অঙ্ক বেড়ে দাঁড়াতে পারে ৯০ মিলিয়ন ইউরো। সেরি-এ লিগে এবার পয়েন্ট টেবিলের পাঁচে নেমে যাওয়ায় বাধ্য হয়ে টানাটানির মধ্যেও এত খরচ করতে হলো তুরিনের বুড়িদের। মৌসুমের প্রথম ভাগে ফিওরেন্তিনার হয়ে সবমিলিয়ে ২৪ ম্যাচে ২২ গোল করা ভ্লাহোভিচের হাতে গত পরশু রাতেই রোনাল্ডোর রেখে যাওয়া সাত নম্বর জার্সি তুলে দিয়েছে জুভেন্টাস।

সেই ছবি আবার বিতর্কের ঝড় তুলেছে। গত সপ্তাহে কোভিড পজিটিভ হওয়ায় শনিবার পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার কথা ছিল ভ্লাহোভিচের। কিন্তু নিয়ম ভেঙে একদিন আগেই তিনি স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেওয়ার পর ঘটা করে সারেন দল বদলের আনুষ্ঠানিকতা। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতালিতে।

কলমকথা/রোজ