স্বাগতিক মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে ভারত। আর দলকে ফাইনালে নেওয়ার কৃতিত্বটা অধিনায়ক সুনীল ছেত্রির। মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বুধবার স্বাগতিকদের ৩-১ গোলে হারায় ভারত। এ তিন গোলের দুটি দিয়েছেন ছেত্রি।
ভারতকে ফাইনালে উঠানোর পাশাপাশি পেলের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ভারত দলের অধিনায়ক। ৬২তম মিনিটে দারুণ ভলিতে ভারতকে এগিয়ে নেন ছেত্রি। এ গোলেই ব্রাজিলের তিন বিশ্বকাপজয়ী পেলেকে পেছনে ফেলেন ভারতের এই ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলে পেলের গোল সংখ্যা ৭৭টি।
আর বুধবারের ম্যাচে ওই গোলের পর ছেত্রির গোল সংখ্যা দাঁড়ায় ৭৮-এ। ৭১ মিনিটে সতীর্থের ফ্রি কিকে দৃষ্টিনন্দন হেডে আরও একটি গোল করেন ছেত্রি। এতে পেলের রেকর্ড ছাড়িয়ে ৭৯-এ পৌঁছে গেছেন ৩৭ বছর বয়সি এ ফরোয়ার্ড।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।