প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ-বাংলাদেশি হামজা দেওয়ান চৌধুরী।প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলতেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলের এই তারকা খেলোয়াড়ের প্রতি আলাদা টান অনুভব করেন বাংলাদেশিরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলের হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ড জাতীয় দলের এই তারকা খেলোয়াড়ের প্রতি আলাদা টান অনুভব করেন বাংলাদেশিরা। আগামীতে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চান বলে জানিয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি এ ফুটবলার।
এর আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন হামজা। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার জন্য উন্মুক্ত এবং স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারলে ‘গর্বিত’ হবেন।
সম্প্রতি আনোয়ার উদ্দিন এমবিই-এর সঙ্গে একটি সাক্ষাত্কারে নিজের এই ইচ্ছার কথা জানান হামজা। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বাংলাদেশের হয়ে আগামীতে খেলতে চাই।
আমি এখানে থাকলে আগামী কয়েক বছরে আরও ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবো। তবে আমি বাংলাদেশে গিয়ে খেলতে পারলে আরও গর্বিত হব। সেখানে নিয়মিত খেলতে চাই।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।