করোনার বিধিনিষেধ ভাঙায় গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত হওয়া ম্যাচটি আবার হবে বলে জানিয়েছে ফিফা। তবে এই ম্যাচে নিষেধাজ্ঞা এসেছে আর্জেন্টিনার ফুটবলারদের ওপর। ফিফার এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নয় আলবিসেলেস্তেরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই সিদ্ধান্তে ব্যাপারে আপিলের কথা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ে। তিনি লিখেছেন, ‘এএফএর প্রেসিডেন্ট হিসেবে, আমি সব প্রয়োজনীয় চেষ্টা করার ও ব্রাজিলের সঙ্গে কোয়ালিফাইং ম্যাচের বিষয়ে ফিফার রায়ের বিরুদ্ধে আপিল করার প্রতিশ্রুতি দিচ্ছি।

জাতীয় দল সবসময় আমাদের অগ্রাধিকার।’ গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ফিফা নিজেদের সিদ্ধান্ত জানায়। ব্রাজিল-আর্জেন্টিনার এ মহারণ কবে মাঠে গড়াবে সে কথা জানানো হয়নি সেই বিবৃতিতে। তবে নতুন ঘোষণা অনুসারে ব্রাজিল হারিয়েছে ম্যাচটা আয়োজন করার দায়িত্ব। ফিফা জানিয়েছে, ম্যাচটা অনুষ্ঠিত হবে নিরপেক্ষ এক ভেন্যুতে।

 

কলমকথা/সাথী