“আর নয় মাদক গ্রহণ, করতে হবে এবার খেলাধুলায় অংশগ্রহন- সময় এসেছে ঘুরে দাঁড়াবার ‘মাদক’কে না বলার” প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে পূর্ব কাদিরপাড়া ডিপি ক্লাবের উদ্যোগে ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৮ জানুয়ারী রোববার রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের পূর্ব কাদিরপাড়া ডিপি ক্লাবের মাঠে সাবেক নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাবিবুর রহমান মোল্যার সভাপতিত্বে ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলেদেন মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন।

ফাইনাল খেলাটি উদ্বোধন করেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ।

অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন পূর্বা কাদিরপাড়া ডিপি ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ পারভেজ মোল্যা। এ সময় আলোচনায় বক্তব্য রাখেন মধুখালী পৌর কাউন্সিরর মোঃ মোশারফ হোসেন মুসা,মোঃ কামরুজ্জামান বাবু,নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান,কাদিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান মাস্টার,মোঃ আবুল বাশার পান্নু,স্বপ্নোর শহরের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ সজিব মিয়াসহ প্রমুখ।

ফাইনাল খেলায় অংশ গ্রহন করে মধুখালী পৌর সদরের ভাইভাই একাদশ বনাম উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুরের নীলপরী একাদশ। রাতের ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় নীলপরী ২-০সেটে ভাইভাই একাদশকে পরাজিত করে চ্যাম্পিযন হয় নীলপরী একাদশ।

খেলা পরিচালনা করেন মোঃ শাওয়ন শেখ। সহকারী হিসেবে দায়ীত্ব পালন করেন মোঃ সৌরভ।খেলা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতিক অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলে। শীত উপেক্ষা করে শতশত নারী পুরুষ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।