লোবো কারাসকোকে কয়জনের মনে আছে? পাঁড় বার্সেলোনা আর স্পেন ভক্তও এই সাবেক মিডফিল্ডারের নাম মনে করতে পারবেন বলে মনে হয় না। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার এই কারাসকোই এবার বোমা ফাটিয়েছেন।
স্প্যানিশ চ্যানেল এল চিরিঙ্গিতোর দলবদল বিষয়ক অনুষ্ঠানে জানিয়েছেন, মৌসুম শেষে পিএসজি চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলে চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই ক্লাব ছাড়বেন লিওনেল মেসি, ‘মেসি পিএসজিতে সুখে নেই। ওরা যদি চ্যাম্পিয়নস লিগ জেতে, তাহলে খুবই ভালো। মেসি দলে থাকবে। চ্যাম্পিয়নস লিগ না জিতলে মেসি ক্লাব ছাড়ার চিন্তাভাবনা করবে। আমার মনে হয় ও তখন ক্লাব ছাড়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে। সামনের পাঁচ মাস তাই অনেক গুরুত্বপূর্ণ।
এমনই হাজারো দলবদলের গুঞ্জনে মুখরিত ফুটবলপাড়া। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজিতে থাকবেন? না রিয়ালে যাবেন? আর্লিং হরলান্ড কি ডর্টমুন্ড ছাড়বেন? স্কাই ইতালিয়াকে বিতর্কিত সাক্ষাৎকার দেওয়ার পর লুকাকুকে কি চেলসি দলে রাখবে? হ্যারি কেইন কি অবশেষে টটেনহাম ছাড়তে পারবেন? লিভারপুল-ম্যানচেস্টার সিটি কাকে কিনছে এবার? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন?
এ রকম অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। আবার কিছু কিছু প্রশ্নের উত্তর, কিছু দলবদল-ধাঁধা থেকে যাবে অমীমাংসিত। ইউরোপীয় ফুটবলে শীতকালীন দলবদল শুরু হয়েছে এর মধ্যেই। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে গোটা জানুয়ারি মাস জুড়ে। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কে কে এখনো করেননি কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা এক নজরে দেখে নেওয়া যাক—
রিয়াল মাদ্রিদ
এসি মিলান ছেড়ে রিয়াল মাদ্রিদে যেতে চাইছেন আইভোরিয়ান মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসি। এর মধ্যে এ ব্যাপারে রিয়ালের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন এই মিডফিল্ডার
বার্সেলোনা
চেলসির ডিফেন্ডারগুলোকে পছন্দ হয়েছে বার্সেলোনার। বিশেষ করে যাদের চুক্তি আগামী গ্রীষ্মে শেষ হয়ে যাচ্ছে। সেজার আজপিলিকেতা ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ব্যাপারে আগে বার্সেলোনার আগ্রহ থাকলেও এখন আন্তোনিও রুডিগারের ব্যাপারেও খোঁজখবর নিচ্ছে দলটা। ফ্রি তে আরেক ক্লাবের খেলোয়াড়ও পছন্দ হয়েছে বার্সেলোনার। মার্শেই থেকে ফ্রি-তে ফরাসি মিডফিল্ডার বুবাকার কামারাকে দলে আনতে পারে তাঁরা। ওদিকে ক্লাব যদি ছাড়তেই হয়, তাহলে নিজের দেশে ফিরে যেতে চান ডাচ স্ট্রাইকার লুক ডি ইয়ং। কাদিজ বা ফেনেরবাচেতে যাওয়ার ইচ্ছে নেই এই বার্সেলোনা স্ট্রাইকারের
আতলেতিকো মাদ্রিদ
দল ছেড়ে নিউক্যাসল যোগ দিয়েছেন রাইটব্যাক কিয়েরান ট্রিপিয়ের। ট্রিপিয়েরের জায়গায় খেলানোর জন্য বেশ কয়েকজন রাইটব্যাককে পছন্দ করেছেন আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে। লিলের রাইটব্যাক জেকি চেলিক থেকে শুরু করে আর বি লাইপজিগের নর্ডি মুকিয়েলে, চেলসির সেজার আজপিলিকেতা ও আর্সেনালের সেড্রিক সোয়ারেস – এদের মধ্যে যেকোনো একজনকে দলে আনবেন সিমিওনে
লিভারপুল
বার্সেলোনার মিডফিল্ডার গাভিকে সাপ্তাহিক ৮০ হাজার পাউন্ড বেতন দিয়ে দলে আনতে চায় লিভারপুল, এমনটাই জানিয়েছে উরুগুইয়ান পত্রিকা নাসিওনাল। ওদিকে গাভিকে দলে আনার ব্যাপারে আগ্রহী ম্যানচেস্টার সিটিও। বেলজিয়ান স্ট্রাইকার দিভক অরিগিকে বিক্রি করার কোনো আগ্রহ নেই লিভারপুলের। আগামী গ্রীষ্ম পর্যন্ত অরিগিকে দলে চান ইয়ুর্গেন ক্লপ
ম্যানচেস্টার সিটি
আগামী গ্রীষ্মে ডর্টমুন্ডের স্ট্রাইকার আর্লিং হরলান্ডকে দলে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি
আর্সেনাল
সাবেক মিডফিল্ডার জ্যাক উইলশেয়ারকে দলে ফেরাতে চায় না আর্সেনাল, জানিয়ে দিয়েছেন ম্যানেজার মিকেল আরতেতা। লিওঁর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে দলে আনার ব্যাপারে আর্সেনালের আগ্রহ থাকলেও লিওঁ জানিয়ে দিয়েছে, গিমারেসের জন্য সাড়ে চার কোটি ইউরো চায় তারা
ম্যানচেস্টার ইউনাইটেড
লাৎসিওর সার্বিয়ান মিডফিল্ডার সের্গেই মিলিঙ্কোভিচ-সাভিচকে দলে টানতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯ ম্যাচ খেলে এর মধ্যেই ৭টা গোল আর ৭টা গোল সহায়তা করে ফেলেছেন এই মিডফিল্ডার
নিউক্যাসল ইউনাইটেড
মোনাকোর সেন্টারব্যাক বেনোয়া বাদিয়াশিলেকে দলে আনতে পারে নিউক্যাসল ইউনাইটেড, আগ্রহী ওয়েস্ট হ্যাম আর উলভারহ্যাম্পটনও
জুভেন্টাস
জুভেন্টাস ছাড়তে চাইছেন ওয়েলশ মিডফিল্ডার অ্যারন র্যামসি। ব্যাপারটা জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি নিজেই নিশ্চিত করেছেন। ইংলিশ ক্লাব বার্নলি র্যামসিকে চাইলেও র্যামসি বার্নলিতে যেতে রাজি হননি। এখন জানা যাচ্ছে ক্রিস্টাল প্যালেসের ম্যানেজার প্যাট্রিক ভিয়েরা র্যামসিকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন
ইন্টার মিলান
বরুসিয়া মনশেনগ্লাডবাখের জার্মান ডিফেন্ডার ম্যাথিয়াস জিন্টারকে আগামী গ্রীষ্মে ফ্রি-তে ইন্টার দলে আনতে পারবে এমনটা শোনা গিয়েছিল। কিন্তু জিন্টার যে পরিমাণ বেতন চাইছেন, তাতে ইন্টার আগ্রহী হচ্ছে না। জিন্টারকে প্রতি মৌসুমে ৩০ লাখ ইউরোর বেশি ইন্টার দিতে চায় না
ফিওরেন্তিনা
ক্রিস্তফ পিওন্তেক আর জোনাথন ইকোনেকে আনার পর রিয়াল মাদ্রিদের স্প্যানিশ মিডফিল্ডার ইসকোর দিকে নজর দিয়েছে ফিওরেন্তিনা। ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হচ্ছে আগামী গ্রীষ্মে। আপাতত ইসকোকে ছয় মাসের ধারে আনতে চাইছে ফিওরেন্তিনা
পিএসজি
পিএসজি ছাড়তে চাইছেন বার্সেলোনা থেকে পিএসজির বয়সভিত্তিক দলে বছরখানেক আগে যোগ দেওয়া মিডফিল্ডার জাভি সিমোন্স। জানা গেছে, পিএসজি যদি সিমোন্সকে নিয়মিত না খেলানোর প্রতিশ্রুতি দেয়, তাহলে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না এই মিডফিল্ডার। লিওঁর ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতার প্রতি পিএজসির আগ্রহ থাকলেও পাকেতার মুখপাত্র জানিয়েছেন, লিওঁ ছেড়ে পিএসজিতে যাওয়ার কোনো ইচ্ছেই নেই তাঁর। ক্লাব ছাড়তে চাইছেন ডাচ মিডফিল্ডার জর্জিনিও ভাইনালডম। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও ফিরতে চান তিনি। আর্সেনালের আগ্রহ আছে তাঁর ব্যাপারে
অন্যান্য
এভারটনের ম্যানেজার রাফায়েল বেনিতেজ নিশ্চিত করেছেন, ফরাসি লেফটব্যাক লুকাস দিনিয়ে ক্লাব ছাড়তে চান। দিনিয়েকে পাওয়ার লড়াইয়ে এগিয়ে আছে চেলসি। দৌড়ে আরও আছে নিউক্যাসল ইউনাইটেড আর ওয়েস্ট হ্যাম। ব্রাইটনের মিডফিল্ডার ইভিস বিসুমাকে দলে আনতে চাইছে অ্যাস্টন ভিলা। লিভারপুলের সেন্টারব্যাক নাথানিয়েল ফিলিপসকে পাওয়ার জন্য ৭০ লাখ পাউন্ডের একটা প্রস্তাব পাঠিয়েছে ওয়াটফোর্ড, কিন্তু লিভারপুল সে প্রস্তাব গ্রহণ করেনি। ইন্টার মিলানের চিলিয়ান উইঙ্গার আলেক্সিস সানচেজকে দলে চাইছে এভারটন। এদিকে নিউ ইয়র্ক সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার ভ্যালেন্তিন কাস্তেয়ানোসের ব্যাপারেও আগ্রহ আছে এভারটনের। পিএসজির ফরাসি সেন্টারব্যাক আনদু দিয়ালোর জন্য ধারের প্রস্তাব পাঠিয়েছে ইংলিশ ক্লাব ওয়েস্ট হাম ইউনাইটেড। আতলেতিকো মিনেইরোর সঙ্গে চুক্তি বাতিল করেছেন স্ট্রাইকার দিয়েগো কস্তা। ফ্রি ট্রান্সফারে এখন যেকোনো ক্লাবে যেতে পারবেন তিনি
সর্বশেষ সম্পাদিত দলবদল
ফিলিপ কুতিনিও : আক্রমণাত্মক মিডফিল্ডার, ব্রাজিল (বার্সেলোনা থেকে অ্যাস্টন ভিলা, ধার)
ক্রিস্তফ পিওন্তেক : স্ট্রাইকার, পোল্যান্ড (হার্থা বার্লিন থেকে ফিওরেন্তিনা, ধার)
এদো কায়েম্বে : রক্ষণাত্মক মিডফিল্ডার, কঙ্গো (ইউপেন থেকে ওয়াটফোর্ড, ৪০ লাখ পাউন্ড)
ওয়েসলি : স্ট্রাইকার, ব্রাজিল (অ্যাস্টন ভিলা থেকে ইন্তারনাসিওনাল, ধার)
অ্যালেক্স কোলাদো : উইঙ্গার, স্পেন (বার্সেলোনা থেকে গ্রানাদা, ধার)
অ্যাক্সেল তুয়ানজেবে : সেন্টারব্যাক, ইংল্যান্ড (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নাপোলি, ধার)
সম্পাদিত উল্লেখযোগ্য দলবদল
ভিতালি মাইকোলেঙ্কো : লেফটব্যাক, ইউক্রেন (দিনামো কিয়েভ থেকে এভারটন, ১ কোটি ৭৭ লাখ পাউন্ড)
ভ্যান্ডারসন : রাইটব্যাক, ব্রাজিল (গ্রেমিও থেকে মোনাকো, ৯৩ লাখ পাউন্ড)
ফেরান তোরেস : উইঙ্গার, স্পেন (ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ৪ কোটি ৬৩ লাখ পাউন্ড)
জোনাথন ইকোনে : উইঙ্গার, ফ্রান্স (লিল থেকে ফিওরেন্তিনা, এক কোটি ৩০ লাখ পাউন্ড)
রাফিনিয়া আলকানতারা : মিডফিল্ডার, ব্রাজিল (পিএসজি থেকে রিয়াল সোসিয়েদাদ, ধার)
রিকার্দো পেপি : ফরোয়ার্ড, যুক্তরাষ্ট্র (এফসি ডালাস থেকে এফসি অগসবুর্গ, ১ কোটি ৪৮ লাখ পাউন্ড)
মিকায়েল কুসাঞ্চ : সেন্ট্রাল মিডফিল্ডার, ফ্রান্স (বায়ার্ন মিউনিখ থেকে ভেনেজিয়া, ৩৪ লাখ পাউন্ড)
ন্যাথান প্যাটারসন : রাইটব্যাক, স্কটল্যান্ড (রেঞ্জার্স থেকে এভারটন, ১ কোটি ২০ লাখ পাউন্ড)
সামির : সেন্টারব্যাক, ব্রাজিল (উদিনেসে থেকে ওয়াটফোর্ড, অপ্রকাশিত ফি)
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।