টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে আবারও নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ ঘোষিত সাপ্তাহিক হালনাগাদে প্রায় এক বছর পর শীর্ষে উঠে এলেন সাকিব।
গত সপ্তাহে র্যাংকিংয়ে ২৫২ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। এশিয়া কাপে তার বাজে পারফরম্যান্সের কারণেই শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ৫ ম্যাচে ৪ ইনিংসে ব্যাট হাতে মাত্র ১৬ রান করেন নবি। আর বল হাতে নিয়েছেন ৩ উইকেট। এমন পারফরম্যান্স তার ৬ রেটিং পয়েন্ট কমেছে। ২৪৬ পয়েন্ট নিয়ে নেমে গেছেন তালিকার দুই নম্বরে।
এশিয়া কাপে ২ ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের পাশাপাশি বল হাতে সাকিব নিয়েছেন ১ উইকেট। এর আগের প্রকাশিত র্যাংকিংয়ে ২৪৮ রেটিং ছিল সাকিবের। নবির ৬ পয়েন্ট কমায় ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছেন সাকিব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।