অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম আজ ঢাকায় আসছেন। আপাতত তার সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। তবে তাকে এশিয়া কাপের পরপরই টি-টোয়েন্টি ফরম্যাটের হেড কোচ ঘোষণা করা হতে পারে বলে জোর গুঞ্জন চলছে।
এশিয়া কাপের আগেই বাংলাদেশ দলের কোচিং স্টাফে অদলবদল আসছে, এমন গুঞ্জন গেল কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। আভাস মিলছিল, বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্সকে হয়তো টি-টোয়েন্টি দলের হেড কোচের দায়িত্ব দেয়া হতে পারে। এরপর শোনা যায়, সিডন্স নন, ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে দায়িত্ব দেয়া হতে পারে।
এর আগে, শুক্রবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমকে বিসিবি বস পাপন বলেন, প্রথম কথা হচ্ছে শ্রীরামকে আমরা শর্টলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। সে আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা। সে আসছে অ্যাজ অ্যা টেকনিক্যাল কলসালটেন্ট। এশিয়া কাপটা আগে দেখবো। তারপর তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।