বাহরাইনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে। ম্যাচে প্রথম সেটে জিতেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। এর আগে, বাংলাদেশ প্রথম ম্যাচে হারিয়েছিল ইরাককে।
ম্যাচের প্রতিদ্বন্দ্বিতপূর্ণ প্রথম সেটে বাংলাদেশ জিতেছিল ৩১-২৯ পয়েন্টে। শুরু থেকেই এ সেটে কখনও বাংলাদেশ কখনও অস্ট্রেলিয়া এগিয়ে থাকে। এক পর্যায়ে ২০-২০ পয়েন্টে ছিল ম্যাচের স্কোর। পড়ে ২৪-২৪, ২৫-২৫, ২৬-২৬, ২৭-২৭ ও ২৯-২৯ পয়েন্টে খেলা জমে উঠে। এর পর বাংলাদেশ দুটি পয়েন্ট নিয়ে সেট জিতে নেয় ৩১-২৯ ব্যবধানে। দ্বিতীয় সেটে বাংলাদেশ হেরে যায় ২৫-১৮ পয়েন্টে।
ম্যাচ ১-১ এ সমতা ফেরার পর তৃতীয় সেট বাংলাদেশ ২৫-২২ পয়েন্টে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। চতুর্থ সেটে গিয়ে বাংলাদেশ ফের ছন্দ হারায়। এতে করে অস্ট্রেলিয়া ২৫-১৭ পয়েন্টে সেট জিতে ২-২ এ সমতায় ফেরে। পঞ্চম সেটে বাংলাদেশকে ১৫-১১ পয়েন্টে হারিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় ৩-২ সেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হেরেও বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে। দুই ম্যাচে চার পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ শীর্ষ ১২ এ উঠে এলো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।