নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে কাপ্তান সাকিব আল হাসান ৪৪ বলে ৭০ রান করেন। এর আগে, বুধবার (১২ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং পায় বাংলাদেশ।
ডেভন কনওয়ের পর গ্লেন ফিলিপসের টর্নেডো ব্যাটিংয়ে টাইগারদের সামনে রান পাহাড় গড়ে কিউইরা। শুরুতেই ঝড় তোলেন অ্যালেন। পঞ্চম ওভারে কিউই এই ওপেনারের ঝড় থামান শরীফুল। ১৯ বলে ৩ চার ও দুই ছক্কায় সাজঘরে ফিরেন ৩২ রানে।
নিউজিল্যান্ড প্রথম উইকেট হারিয়েছে ৪৫ রানে। পড়ে ৩ ছক্কা ও ৫ চারে ৪০ বলে ৬৪ রান করে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার। শেষে ২০৮ রান গিয়ে থামে কিউইদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মাত্র রান করে টাইগাররা। ম্যাচে একমাত্র অর্জন সাকিবের ৭০ রান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।