উইন্ডিজ সফর শেষ করে দুই ধাপে দেশে ফিরবে বাংলাদেশ ওয়ানডে দল। আগামী ২০ ও ২১ জুলাই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ক্রিকেটারদের। তবে কোন ধাপেই দলের সঙ্গী হচ্ছেন না ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল।

দু’টি বহরেরই ঢাকায় নামার কথা রয়েছে বিকেল ৫টায়। এদিকে ছুটি কাটাতে কয়েকদিন ইংল্যান্ডে অবস্থান করবেন তামিম। সেকারণেই দলের সঙ্গে ফিরবেন না বাঁহাতি ওপেনার। গোটা দলকে একসঙ্গে দেশে ফেরাতে চেয়েছিল বিসিবি। তবে টিকিট সংক্রান্ত জটিলতায় হচ্ছে না সেটি ।

প্রতিবারের মতো এবারও বিদেশি কোচিং স্টাফরা নিজ নিজ দেশে ছুটিতে যাবেন। হেড কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি জিম্বাবুয়ে গমন করবেন। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন তারা। এদিকে ব্যাটিং কোচ জেমি সিডন্স যাবেন অস্ট্রেলিয়ায়।