২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে দুই চক্রে বাংলাদেশ সর্বমোট ৩৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। গত রোববার (১৭ জুলাই) এমন তথ্য প্রকাশ করেছিল ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

এবার ওয়েবসাইটটি নিজেদের আরেক প্রতিবেদনে জানিয়েছে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পরবর্তী দুই চক্রের চার বছরে বাংলাদেশ তিন ফরম্যাট মিলিয়ে মোট ১৪৪ ম্যাচ খেলবে। যেখানে ৩৪ টেস্টের পাশাপাশি ৫৯টি ওয়ানডে এবং ৫১ টি-টোয়েন্টি ম্যচ খেলবে টাইগাররা।

আইসিসির ২০২৩-২৫ এবং ২০২৫-২৭ এই দুই চক্রে তিন ফরম্যাট মিলিয়ে টাইগারদের চেয়ে বেশি ম্যাচ খেলবে কেবল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের খেলা ১৪৪ ম্যাচের চেয়েও ২টি ম্যাচ বেশি খেলবে ক্যারিবিয়ানরা। এদিকে সামনের চার বছরে বাংলাদেশের চেয়ে বেশি ওয়ানডে খেলবে না আর কোনও দলই।

বাংলাদেশ আসন্ন দুই চক্রে মোট ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলবে। বাংলাদেশ ছাড়া এই সময়ে ৫০টির বেশি ওয়ানডে খেলবে আর শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রটি ওয়ানডে খেলবে ৫৮টি।