২০১৩ সালের পর বিগ ব্যাশে ফিরছেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার ডেভিড ওয়ার্নার। বিগ ব্যাশের বদলে একই সময়ে শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের নতুন লিগে খেলার ইচ্ছা প্রকাশ করে সম্প্রতি সমালোচনায় পড়েছিলেন অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটার।
সমালোচনার পর নিজের সিদ্ধান্ত পাল্টে আগামী দুই আসরের জন্য সিডনি থান্ডারের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চুক্তি করলেও পুরো আসর খেলবেন না ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টের পর পাঁচটি ম্যাচ খেলবেন তিনি। এরপর চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দলের সঙ্গে ভারত যাবেন তিনি। তাই আগামী মৌসুমে মোট কত ম্যাচ খেলবেন সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে জানা গেছে, তিন লাখ চল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলারে তাকে দলে ভিড়িয়েছে সিডনি থান্ডার। এই অর্থের একটি অংশ পরিশোধ করবে সিডনি থান্ডার, বাকিটা দেবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।