স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-টটেনহ্যাম ম্যাচ চলাকালে বারবার লেগে যাচ্ছিল দুই কোচের। ম্যাচ শেষে করমর্দনের সময় সেটা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায়। ফলে দু’জনেই দেখেন লাল কার্ড।
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ম্যাচ চলাকালে এই কাণ্ডের জন্য সাবেক চেলসি এবং বর্তমান টটেনহ্যাম কোচ আন্তোনিও কন্তে এবং বর্তমান চেলসি কোচ থমাস তুখেলকে এক ম্যাচ নিষিদ্ধ এবং ৩৫ হাজার পাউন্ড জরিমানা করেছে। কন্তে নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে গেলেও পেয়েছেন অর্থদণ্ড, জরিমানা হিসেবে তাকে দিতে হবে ১৫ হাজার পাউন্ড। চেলসি কোচ তুখেলের শাস্তি অবশ্য আরও বাড়তে পারে।
ম্যাচ শেষে রেফারি অ্যান্থনি টেলরের বেশকিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তার সমালোচনা করেন এই জার্মান। কোচদের প্রকাশ্যে ম্যাচ অফিসিয়ালদের সমালোচনার বিষয়টি ভালো চোখে দেখে না প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তাই রেফারিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তুখেলের ওপর আরও কঠোর শাস্তির খড়গ নেমে আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।