একদিনের ম্যাচে (ওয়ানডে) প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার অনন্য সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক তামিম ইকবাল। গতকাল রোববার (১০ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান আউট হওয়ার আগে তিনি ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলেন।
যাতে ছিল চারটি চার এবং একটি ছক্কার মার। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নামার আগে ওয়ানডেতে তামিমের ছক্কার সংখ্যা ছিল ৯৯। ফিলিপকে সীমানার বাইরে উড়িয়ে ফেলে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ছক্কার প্রথম সেঞ্চুরিয়ান হয়ে যান তামিম। ২০০৭ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে তিনি প্রথম ছক্কা মেরেছিলেন। ১০০ ছক্কা হতে লাগল ২২৪ ইনিংস আর ১৫ বছর।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মুশফিকুর রহিমের (৮৫টি)। ১৮০ ইনিংসে ৭১ ছক্কা নিয়ে তৃতীয় মাহমুদ উল্লাহ। স্বীকৃত বোলার হয়েও ১৫৬ ইনিংসে ৬২ ছক্কা নিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আছেন চার নম্বরে। ৮৫ ইনিংসে ৪৯ ছক্কা নিয়ে পাঁচে আছেন একসময়ের হার্ড হিটার ব্যাটার আফতাব আহমেদ চৌধুরী। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছক্কা ২০৯ ইনিংসে ৪৬টি। ক্রিকেট দুনিয়ায় ৩৬৯ ইনিংসে ৩৫১ ছক্কা মেরে সবার ওপরে আছেন শহিদ আফ্রিদি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।