ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির ক্রিকেট জীবনের শততম টেস্ট হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট । তবে কোহলির এমন রেকর্ড গড়ার ম্যাচে দর্শকদের জন্য রয়েছে দুঃসংবাদ। এই টেস্টে মাঠে বসে খেলা দেখতে পারবে না কোনো দর্শক।

মূলত কোভিড-১৯ এর প্রকোপের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আগামী ৪ মার্চ মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। আর এই মোহালি টেস্ট দিয়ে শততম টেস্টের মাইলফলক ছুঁতে যাচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার।

পাঞ্জাব ক্রিকেট সংস্থার সিইও দীপক শর্মা জানিয়েছেন, ওই ম্যাচে কোনো দর্শককেই প্রবেশ করতে দেয়া হবে না। ভারতের একাদশ ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলতে চলেছেন তিনি। সব থেকে বেশি ২০০টি টেস্ট খেলার রেকর্ড রয়েছে শচীন টেন্ডুলকারের। ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় ১৬৩টি টেস্ট খেলেছেন।

 

কলমকথা/সাথী