ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আহমেদাবাদে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে ভারত। প্রথম ৬ উইকেট ও ৪৪ রানে প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে ২-০ তে সিরিজের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এবার তাদের সামনে ২০১৭ সালের পর প্রথমবার ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ জয়ের সুযোগ। সফল হলে অভিজাত অধিনায়কদের তালিকায় নাম লিখবেন রোহিত শর্মা।

সবশেষ পাঁচ বছর আগে ৫ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। আর ২০১৪ সালের পর থেকে ঘরের মাঠে কখনো হোয়াইটওয়াশে সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া।

শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের হারাতে পারলে তা হবে ভারতের ১২তম হোয়াইটওয়াশ সিরিজ জয়। কখনো উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ জিততে পারেনি তারা।

ওয়েস্ট ইন্ডিজ তাদের ওয়ানডে ইতিহাসে ১৯তম সিরিজ হোয়াইটওয়াশড হলে রোহিত যোগ দিবেন ভারতের অভিজাত অধিনায়কদের সঙ্গে। অষ্টম ভারতীয় অধিনায়ক হিসেবে হোয়াইটওয়াশ জয়ে নেতৃত্ব দিবেন তিনি, যেখানে আছেন কপিল দেব, দিলিপ ভেংসরকার, মোহাম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে।

এই তালিকায় রোহিতের নাম ওঠে কি না জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘণ্টা। বেলা ২টায় মুখোমুখি হচ্ছে দুই দল।

 

কলমকথা/সাথী