অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল পাকিস্তানে যাচ্ছেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর কয়েকটি ম্যাচেও থাকবেন না তিনি। আগামী মাসে বিয়ের কারণে কয়েক সপ্তাহ ক্রিকেটের বাইরে থাকবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি জয়ের পর ম্যাক্সওয়েল জানান, ক্রিকেট সূচিতে পরিবর্তনের কারণে বিয়ের দিনক্ষণ সাংঘর্ষিক হয়েছে। তিনি বলেছেন, ‘আসলে যখন সিএর সঙ্গে বসে আমি দিনক্ষণ ঠিক করেছিলাম, তখন দুই সপ্তাহের ফাঁকা সময় ছিল। তাই এই সময়ে বিয়ের দিন ঠিক করে ফেলেছিলাম।’

হুট করে পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার কারণে ইচ্ছার বিরুদ্ধে ক্রিকেট থেকে দূরে থাকতে হলো ম্যাক্সওয়েলকে। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রিটেনশন তিন খেলোয়াড়ের একজন তিনি। মার্চের শেষ সপ্তাহে শুরু হচ্ছে আইপিএল এভং ২৯ মার্চ থেকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ।

 

কলমকথা/সাথী