

আইপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ, দেখে নিন কবে কোন খেলা : আইপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের এবারের আসরের চূড়ান্ত পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সূচি অনুযায়ী, এপ্রিলের ৯ তারিখে পর্দা উঠবে জনপ্রিয় এই টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগের। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল।
ভেন্যুর বিষয়ে বিসিসিআই জানিয়েছে, ভারতের ছয়টি শহরে হবে আইপিএলের এবারের সব ম্যাচ। শহরগুলো হলো—আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং কলকাতা। তবে আগের সব আসরগুলোর মতো এবার হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে না। এবার সব ভেন্যুই থাকবে নিরপেক্ষ।
প্রায় পৌনে দুই মাস ধরে চলবে এবারের আইপিএল। আসরের ম্যাচ সংখ্যা ৬০টি। এ টুর্নামেন্টে গ্রুপ স্টেজে প্রতিটি দল খেলবে ১৪টি করে ম্যাচ। পরে প্লে-অফ ও ফাইনালসহ ম্যাচের সংখ্যা মোট ৬০টি। এর মধ্যে গ্রুপ স্টেজের ১০টি করে ম্যাচ হবে চেন্নাই, মুম্বাই, কলকাতা ও ব্যাঙ্গালুরুতে।
আহমেদাদাবাদ ও দিল্লি পাবে প্রথম রাউন্ডে ৮টি করে ম্যাচ।
প্লে-অফ ও ফাইনালের চারটি ম্যাচই হবে আহমেদাবাদের মোতেরায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম রাউন্ডে সব দলই চারটি মাঠে খেলবে নিজেদের সব ম্যাচ। তবে কোনো ম্যাচই যার যার ঘরের মাঠে হবে না।
বাংলাদেশ সময় বিকাল ৪টায় আর রাতের ম্যাচ শুরু হবে রাত ৮টায়।
দেখে নিন আইপিএলের পূর্ণাঙ্গ সূচি:

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।