তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের পর দেশটির ক্রিকেট অনিশ্চয়তায়। নানা বাঁধা পেরিয়ে শেষপর্যন্ত বিশ্বকাপে খেলেছিল দেশটি। তবে এখনও তাদের ক্রিকেট রয়ে গেছে শঙ্কায়।

আর আফগানিস্তান ক্রিকেট বাচিয়ে রাখতে একটি পর্যবেক্ষক কমিটি গঠন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির গঠিত এই কমিটির নেতৃত্ত্বে থাকবেন সংস্থাটির সহ-সভাপতি ইমরান খাজা।

তার সঙ্গে কাজ করবেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা, রস ম্যাককালাম, লসন নাইডু। একমাস ধরে দেশটির ক্রিকেট পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দেবে কমিটি। এ ব্যাপারে আইসিসি চেয়ারম্যান জানান, ‘আইসিসি বোর্ড সব সময়ই আফগানিস্তান ক্রিকেটকে সহযোগিতা করতে বদ্ধ পরিকর।

বিশেষ করে দেশটির পুরুষ এবং নারী ক্রিকেটের উন্নয়নে আইসিসি সব সময় কাজ করে যাচ্ছে। সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছে।’