ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রানের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮ সালে ট্রেন্ট ব্রিজে করা ৬ উইকেটে ৪৮১ রানের অতীত রেকর্ড ভেঙে ইংল্যান্ড গতকাল (১৭ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে করেছে ৪ উইকেটে ৪৯৮ রান।
যা কেবল আন্তর্জাতি ক্রিকেট নয়, লিস্ট ‘এ’ ক্রিকেটের মধ্যেও সর্বোচ্চ। শেষ দুই প্রয়োজন ছিল ১২ রান। অল্পের জন্য প্রথম বলটি হয় চার। শেষ বলে ছক্কা মেরে আক্ষেপ আরও বাড়ান লিয়াম লিভিংস্টোন।
কেননা ৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ৪৯৮ রানে। মাত্র ২ রানের জন্য প্রথম দল হিসেবে ৫০০ রান করা হয়নি ইংলিশদের। প্রশ্ন জাগে, তাহলে কি প্রথম দল হিসেবে ৫০০ রানের মাইলফলকটাও ইংল্যান্ডই স্পর্শ করবে? এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি জস বাটলার।
ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে ৭০ বলে ১৬২ রানের ইনিংস খেলার পর ম্যাচ শেষে বাটলার জানিয়েছেন, ৫০০ রান করার জন্য নিয়মিতই চেষ্টা চালিয়ে যাবেন তারা। সেক্ষেত্রে ছোট মাঠ ও ব্যাটিং উইকেট থাকলে কাজ সহজ হবে বলে মনে করেন তিনি।
বাটলার বলেছেন, ‘এর আগেও আমরা (৫০০ রানের) কাছাকাছি ছিলাম। এক্ষেত্রে দলের জন্য বার্তা থাকে সবসময় নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার এবং দলকে এগিয়ে নেয়ার।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের পক্ষে দলীয় ৫০০ রান করা কি সময়ের ব্যাপার? আমি সত্যিই জানি না। আমরা এটি করার চেষ্টা চালিয়ে যাবো। এটি ছোঁয়া খুবই কঠিন কাজ। ছোট মাঠ ও পুরোপুরি ব্যাটিংবান্ধব উইকেট পেলে এটি হতেও পারে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।