বাবর আজম পা’কিস্থান ক্রিকে’টের অন্যতম একজন ব্যাটার । তিনি এমন একজন ব্যাটার যিনি একের পর এক ভেঙ্গেই চলেছেন ৩ ফরম্যাটের রেকর্ড।

এদিকে, পবিত্র এ মাসের শুদ্ধতা ছড়িয়ে দিতে এবার ইফতার নিয়ে পা’কিস্তানের রাস্তায় নেমে পড়েছেন দেশটির জাতীয় দলের ক্রিকেটাররা।

পা’কিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম এবং ডেপুটি শাদাব খান নিজেদের শহর লাহোরে বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইফতারি বিতরণ করেছেন।

পা’কিস্তানি ক্রিকেটারদের মহানুভবতার কথা সবারই জানা। এর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট চলাকালে মিরপুরে ক্ষুধার্ত পাখিকে খাবার দিয়ে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিলেন আবিদ আলী। এবার বাবর-শাদাবদের ইফতারসামগ্রী বিতরণের ঘটনাও হৃদয় ছুঁয়ে গেছে ভক্ত-সম’র্কদের। এরই মধ্যে ভিডিওটি ভাই’রাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পিএসএলের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ। টানা ব্যস্ত শিডিউলে নিজের শহর লাহোরে পা পড়েনি বাবরের। তবে এবার একটু ছুটি মিলতেই ছুটে গেলেন প্রা’ণের শহরে। আর সেখানে গিয়েই নেমে পড়লেন সবার মাঝে রমজানের শুদ্ধতা ছড়িয়ে দিতে।