ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ১০টা রেকর্ড ভারতীয় তারকা ক্রিকেটার কোহলিকে হাতছানি দিয়ে ডাকছে। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে আতঙ্কের একটা সফর কাটিয়েছে ভারত। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে সেই দুঃস্মৃতি ভুলে যাওয়ার একটা দারুণ একটা সুযোগই পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল।

এই সিরিজে ১০টা রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে ভারতের মহাতারকা বিরাট কোহলিকে।
এক নজরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির সামনে থাকা সম্ভাব্য সেসব রেকর্ড-
এক দেশের বিপক্ষে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়ার সুযোগ এসেছে কোহলির। তিনি এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ওয়ানডে সেঞ্চুরি ৯টি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এ সিরিজে ২টি সেঞ্চুরি করলেই ঘরের মাঠে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়বেন কোহলি। বর্তমানে তার সেঞ্চুরি ১৯টি, ২০টি সেঞ্চুরি শচিনের।
মাত্র ৬ রান নিতে পারলেই দ্রুততম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে শচিন কে ছাড়িয়ে ৫০০০ ওয়ানডে রানের রেকর্ড গড়বে কোহলি। এর আগে শচিন ১২০ ইনিংসে ৫০০০ রান করেছিলেন।

লক্ষ্য তাড়া করে ম্যাচে জেতার রেকর্ডে সব চেয়ে বেশি ৫৪৯০ রান শচিনের। কোহলির ৫৩৮৮ রান।
টি-২০ ক্রিকেট ইতিহাসে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৭৩ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বেশি রানের রেকর্ড আবারও নিজের করে নেবেন তিনি ৩২৯৯ রান নিয়ে এই রেকর্ডটা নিজের দখলে রেখেছেন নিউজিল্যান্ডের ব্যাটার মার্টিন গাপটিল। এই ফরম্যাটে এখন কোহলির রান ৩২২৭।

আর মাত্রা দুটো সিরিস সেরা হলেই রেকর্ড কর ফেলবেন কোহলি। এ পর্যন্ত তার সিরিজসেরার পুরস্কার আছে ১৯টি। এদিকে, ২০টি পুরস্কার আছে সচিনের।
টি-২০ সিরিজে কহলি যদি সেরা হন তবে মোহাম্মদ নবীর রেকর্ড ছুঁয়ে ফেলবেন। বর্তমানে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৩টি ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার নিয়ে এই তালিকার শীর্ষে আছেন নবী।
টি-২০ সিরিজে মাত্র ৪০ রান করলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারে পরিণত হবেন কোহলি। এর আগে ৫৪০ রান করে পাকিস্তান অধিনায়ক বাবর আজম এগিয়ে আছেন। উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোহলির রান এখন ৫০১।
কোহলির আরও একটি রাকর্ড গড়তে ওয়ানডে সিরিজে ১৩৭ রান প্রয়োজন। ১৬৬টি ইনিংস খেলে এশিয়ার মাটিতে ৭ হাজার রান করার রেকর্ড গড়েছিলেন শচিন। অন্তত ৩০ ইনিংস কম খেলেই এই রেকর্ড গড়তে পারবেন তিনি।
কোহলি যদি মাত্র ১৪৩ রান করলে প্রথম ক্রিকেটার হিসেবে কোনও একটি দেশের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে ২০০০ রান করার রেকর্ড গড়বেন।

 

কলমকথা/সাথী