- কেশবপুরে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে পাঁজিয়া চ্যাম্পিয়ন
এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টারঃ
কেশবপুরের খতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ১৬ দলীয় রাত্রকালীন মিনি ক্রিকেট টুর্নামেন্টে পাঁজিয়া ভাই ব্রাদার্স ক্রিকেট একাদশ নারায়নপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খতিয়াখালী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টটি উদ্বোধন করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা।
খেলাটি সন্ধ্যায় শুরু হয়ে গভীর রাতে শেষ হয়। টুর্নামেন্টের ফাইনালে ঐতিহ্যবাহী পাঁজিয়া ভাই-ব্রাদার্স একাদশ বনাম নারায়নপুর ক্রিকেট একাদশের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নারায়নপুর ক্রিকেট একাদশকে হারিয়ে পাঁজিয়া ভাই-ব্রাদার্স একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রমজান আলী, সাবেক মহিলা ইউপি সদস্য শরিফা খাতুন মধু, আব্দুল হান্নান ও আব্দুল আহাদ। অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ৭ হাজার টাকা ও রানার্স আপ দলকে সাড়ে ৩ হাজার টাকা তুলে দেন। টুর্নামেন্টের সার্বিক পরিচালনা করেন, সেলিম হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।