চলতি মৌসুম শেষে পেশাদারি ক্রিকেটে আর দেখা যাবে না নিউজিল্যান্ডের পেসার হামিশ বেনেটকে। মঙ্গলবার অবসরের কথা জানিয়ে দেন ৩৫ বছর বয়সী তারকা।
১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে মাত্র একটি টেস্ট খেলেছেন বেনেট। এছাড়া ১৯ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি খেলে মোট ৪৩ উইকেট নিয়েছেন তিনি।
২০১০ সালে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বেনেটের। তাকে জাতীয় দলের জার্সিতে শেষবার দেখা গেছে গত সেপ্টেম্বরে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
বর্তমানে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে খেলছেন বেনেট। ২০০৫ সালে কেন্টারবেরির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়ে তার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।