নিয়মিত পারফর্ম করেও বাদ পড়েছিলেন দল থেকে। চলতি অ্যাশেজের স্কোয়াডে থাকলেও সিরিজের প্রথম ৩ ম্যাচে জায়গা হয়নি একাদশে। করোনাভাইরাসে আক্রান্ত ট্রাভিস হেডের পরিবর্তনে সিডনি টেস্টে সুযোগ পান উসমান খাজা। ফিরেই জোড়া সেঞ্চুরি হাঁকালেন এই বাঁহাতি।

সিডনিতে অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রান করা পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১০১ রান করে। খাজার শতকের পর স্কোর বোর্ডে ৩৮৭ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ৮৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির নজির গড়লেন খাজা।

২৪তম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে উভয় ইনিংসে শতক হাঁকানোর কীর্তি দেখালেন তিনি। এর আগে অজিদের হয়ে দুই ইনিংসে সেঞ্চুরি করেন স্টিভ স্মিথ, এজবাস্টনে এই নজির গড়েন ইংল্যান্ডের বিপক্ষে। এর আগে ২০১৯ সালে দুই ইনিংসে সবশেষ সেঞ্চুরি করেন রোহিত শর্মা।