প্রথম পর্ব-
বিশ্বকাপের এবারের আসরটি হবে ১৬ দলের। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮-এর বাইরের দলগুলোকে খেলে আসতে হবে গ্রুপ পর্ব।

এ পর্যায়ে দুটো গ্রুপে ভাগ হয়ে চারটি করে দল লড়বে শীর্ষ দুই অবস্থানের জন্য।

গ্রুপ -এগ্রুপ -বি
আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কাবাংলাদেশ, ওমান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড

গ্রুপ পর্বের সূচি-

তারিখম্যাচভেন্যুবাংলাদেশ সময়
১৭ অক্টোবরওমান- পাপুয়া নিউগিনিমাসকট, ওমানবিকেল ৪টা
১৭ অক্টোবরবাংলাদেশ- স্কটল্যান্ডমাসকট, ওমানরাত ৮টা
১৮ অক্টোবরআয়ারল্যান্ড-নেদারল্যান্ডসআবুধাবি, সংযুক্ত আরব আমিরাতবিকেল ৪টা
১৮ অক্টোবরশ্রীলঙ্কা-নামিবিয়াআবুধাবি, সংযুক্ত আরব আমিরাতরাত ৮টা
১৯ অক্টোবরস্কটল্যান্ড- পাপুয়া নিউগিনিমাসকট, ওমানবিকেল ৪টা
১৯ অক্টোবরওমান-বাংলাদেশমাসকট, ওমানরাত ৮টা
২০ অক্টোবরনামিবিয়া-নেদারল্যান্ডসআবুধাবি, সংযুক্ত আরব আমিরাতবিকেল ৪টা
২০ অক্টোবরশ্রীলঙ্কা- আয়ারল্যান্ডআবুধাবি, সংযুক্ত আরব আমিরাতরাত ৮টা
২১ অক্টোবরবাংলাদেশ- পাপুয়া নিউগিনিমাসকট, ওমানবিকেল ৪টা
২১ অক্টোবরওমান-স্কটল্যান্ডমাসকট, ওমানরাত ৮টা
২২ অক্টোবরনামিবিয়া- আয়ারল্যান্ডশারজাহ, সংযুক্ত আরব আমিরাতবিকেল ৪টা
২২ অক্টোবরশ্রীলঙ্কা- নেদারল্যান্ডসশারজাহ, সংযুক্ত আরব আমিরাতরাত ৮টা

সুপার-টুয়েলভ গ্রুপপর্ব পেরিয়ে আসা চার দল এ রাউন্ডে এসে যোগ দেবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের সঙ্গে। এখানেও থাকছে দুই গ্রুপ। যেখানে ছয়টি করে দল লড়বে সেমিফাইনালের টিকিটের জন্য।

গ্রুপ-১গ্রুপ-২
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এ ১, বি ২ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, এ ২, বি ১

সুপার টুয়েলভের সূচি-