প্রথম পর্ব-
বিশ্বকাপের এবারের আসরটি হবে ১৬ দলের। র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮-এর বাইরের দলগুলোকে খেলে আসতে হবে গ্রুপ পর্ব।
এ পর্যায়ে দুটো গ্রুপে ভাগ হয়ে চারটি করে দল লড়বে শীর্ষ দুই অবস্থানের জন্য।
গ্রুপ -এ | গ্রুপ -বি |
আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা | বাংলাদেশ, ওমান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড |
গ্রুপ পর্বের সূচি-
তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
১৭ অক্টোবর | ওমান- পাপুয়া নিউগিনি | মাসকট, ওমান | বিকেল ৪টা |
১৭ অক্টোবর | বাংলাদেশ- স্কটল্যান্ড | মাসকট, ওমান | রাত ৮টা |
১৮ অক্টোবর | আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস | আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত | বিকেল ৪টা |
১৮ অক্টোবর | শ্রীলঙ্কা-নামিবিয়া | আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত | রাত ৮টা |
১৯ অক্টোবর | স্কটল্যান্ড- পাপুয়া নিউগিনি | মাসকট, ওমান | বিকেল ৪টা |
১৯ অক্টোবর | ওমান-বাংলাদেশ | মাসকট, ওমান | রাত ৮টা |
২০ অক্টোবর | নামিবিয়া-নেদারল্যান্ডস | আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত | বিকেল ৪টা |
২০ অক্টোবর | শ্রীলঙ্কা- আয়ারল্যান্ড | আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত | রাত ৮টা |
২১ অক্টোবর | বাংলাদেশ- পাপুয়া নিউগিনি | মাসকট, ওমান | বিকেল ৪টা |
২১ অক্টোবর | ওমান-স্কটল্যান্ড | মাসকট, ওমান | রাত ৮টা |
২২ অক্টোবর | নামিবিয়া- আয়ারল্যান্ড | শারজাহ, সংযুক্ত আরব আমিরাত | বিকেল ৪টা |
২২ অক্টোবর | শ্রীলঙ্কা- নেদারল্যান্ডস | শারজাহ, সংযুক্ত আরব আমিরাত | রাত ৮টা |
সুপার-টুয়েলভ –গ্রুপপর্ব পেরিয়ে আসা চার দল এ রাউন্ডে এসে যোগ দেবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের সঙ্গে। এখানেও থাকছে দুই গ্রুপ। যেখানে ছয়টি করে দল লড়বে সেমিফাইনালের টিকিটের জন্য।
গ্রুপ-১ | গ্রুপ-২ |
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এ ১, বি ২ | ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, এ ২, বি ১ |
সুপার টুয়েলভের সূচি-
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।