বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে চলমান টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচেও হেরে হোয়াইটওয়াশের পথে শ্রীলঙ্কান ক্রিকেট দল। গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সফরকারী শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

মেলবোর্নের ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করতে নামে অস্ট্রেলিয়া। শুরুটা ভালোই হয় সফরকারীদের। উদ্বোধনী জুটিতে ৩৫ রান যোগ করেন শ্রীলঙ্কার দুই ওপেনার। তবে দলীয় ১১০ রানে তৃতীয় উইকেট হারালে চাপে পড়ে শ্রীলঙ্কা। পরবর্তী ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারলে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছিলো স্বাগতিক অস্ট্রেলিয়া। মাত্র ৪৯ রানেই তিন ব্যাটার সাজঘরে ফিরেন। তবে চতুর্থ উইকেটে ৪৭ বলে ৭১ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দেন গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিশ। আগামী ২০ ফেব্রুয়ারি মেলবোর্নেই সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচ হারলে হোয়াটওয়াশের লজ্জা নিয়ে ঘরে ফিরবে লঙ্কানরা।

 

কলমকথা/সাথী