সদ্য সমাপ্ত বিপিএলের প্রথম ম্যাচগুলোতেও দর্শকদের প্রবেশ করতে দেয়া হয়নি। ফাইনাল ও শেষের কয়েকটি ম্যাচে সীমিত আকারে দর্শকদের মাঠে বসে খেলা উপভোগের সুযোগ দেয়া হয়। এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া আফগান সিরিজে মাঠে আসতে পারবেন দর্শকরা।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে- ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। ২২ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ে টিকিট বিক্রয় শুরু হবে। বুথ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। ম্যাচের দিনও টিকিট পাওয়া যাবে।

রুপটফে বসে খেলা দেখতে খরচ হবে ১ হাজার টাকা। এছাড়া আন্তর্জাতিক স্ট্যান্ড-৫০০, ক্লাব হাউস- ৩০০ এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০ টাকা। ধারণক্ষমতার ৫০ ভাগ না হলেও চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় ৫-৬ হাজার দর্শক রাখার চেষ্টা করবে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু।

 

কলমকথা/সাথী