![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/0171fb43-aeef-4dec-af4a-d13f64eaef0f_wl.jpg)
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। বাংলাদেশকে মাত্র ১৯২ রানে আটকে দিয়ে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানরা।
এই জয়ের পর আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী বলেন, যে ভাবে দলের সবাই মাথা উঁচু করে মাঠে এসেছে তাতে করে আমি গর্ববোধ করছি। যেভাবে দলের সবাই খেলেছে এতেও আমি গর্ববোধ করছি।
তিনি আরও বলেন, উইকেট দেখে মনে হয়েছিল এতে অনেক ঘাস আছে। আর আমি খুশি হয়েছিলাম যখন তামিম প্রথমে ব্যাটিং নিল। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে যাদের প্রতি আমার বিশ্বাস আছে। যেভাবে মোহাম্মদ নবি ও রশিদ খান ম্যাচের মোড় ঘুরিয়ে দিল তা ছিল অসাধারণ।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।