
এশিয়া কাপের জন্য ভানিন্দু হাসারাঙ্গাকে ইংল্যান্ডের জনপ্রিয় লিগ ‘দা হানড্রেড’-এ খেলার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
ফলে ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গে করা ১ লাখ পাউন্ডের (শ্রীলঙ্কার মুদ্রায় প্রায় সাড়ে ৪ কোটি রুপি) চুক্তি হারালেন লংকান এই তারকা লেগ স্পিনিং অলরাউন্ডার।
টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে খেলার অনুমতি না দেয়ার কথা নিশ্চিত করেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।
লঙ্কান বোর্ডের চাওয়া, শারীরিক ও মানসিকভাবে সতেজ থেকে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলুক ২৫ বছর বয়সী হাসারাঙ্গা। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্ট শুরু হবে ২৭ অগাস্ট থেকে।
বছরের শেষদিকে অস্ট্রেলিয়ায় হবে বিশ্বকাপ। হাসারাঙ্গার ‘দা হানড্রেড’-এ খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। ইংল্যান্ডের একশ বলের এই টুর্নামেন্টের সঙ্গে সাংঘর্ষিক ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের সূচি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।