নেপালে চিরচেনা তামিম ইকবালের দেখা পাওয়া গেল। ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩০ বলে ৫ চার ও ১ ছয়ে ৪০ রান করলেন তিনি চিতওয়ান টাইগার্সের বিপক্ষে। এভারেস্ট প্রিমিয়ার লিগে প্রদীপ আইরির সঙ্গে ১০৬ রানের জুটি গড়েন তামিম।
এর আগের দুই ম্যাচে ১২ ও ১৪ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। সোমবার (৪ অক্টোবর) কীর্তিপুরে ৮ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর করে চিতওয়ান। কমল আইরির প্রথম ওভারে তামিম ৩ বল খেলে নেন ১ রান। দ্বিতীয় ওভারের শেষ বলে মারেন প্রথম বাউন্ডারি।
পঞ্চম ওভারের শুরুতে আরও একটি চার হাঁকান তামিম। পাওয়ার প্লের শেষ ওভারে তিনি আরও আক্রমণাত্মক হয়ে দুটি চার মারেন সেক্কুগে প্রসন্নকে। আউট হওয়ার আগের ওভারে হাঁকান বিশাল ছক্কা।
ডানহাতি অফ স্পিনার ভিম শারকির প্রথম ওভারে পেরে ওঠেননি তামিম। বোল্ড হন তিনি ১১তম ওভারের পঞ্চম বলে। তাতে হাফ সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতে থামতে হয় তাকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।