ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। সফরে কেন উইলিয়ামসনের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে মুমিনুল বাহিনী। যদিও প্রথমে জানা গিয়েছিল, দলটির সঙ্গে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
কিন্তু শুক্রবার চূড়ান্ত সফরসূচিতে টি-টোয়েন্টি ম্যাচ তিনটির কথা জানানো হয়নি। টি-টোয়েন্টি সিরিজ আলোচনাতেই ছিল না জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আইসিসির ভুলে তখন সূচিতে টি-টোয়েন্টি সিরিজের কথা উল্লেখ করা হয়েছিল।
এদিকে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। এই সিরিজ শেষ হবে ৮ ডিসেম্বর। সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে টাইগাররা।
সেখানে দুই সপ্তাহ কোয়ারেন্টিন শেষে ২০২২ সালের প্রথমদিনে মাউন্ট মঙ্গানুইতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ১ জানুয়ারি। ৯ জানুয়ারি দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।