![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/be5f50cd-f2d1-4b75-9330-de0c2fdb01d5_wl.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
চলতি বছর ১০-২৫ সেপ্টেম্বর চীনের হাংজু শহরে অনুষ্ঠিত হবে ১৯তম এশিয়ান গেমস। ১৯৯০ সালে বেইজিং ও ২০১০ সালে গুয়াংজুর পর তৃতীয়বার চীনে এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে।
এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া যজ্ঞে ৪০টি ক্রীড়ায় ৬১টি ডিসিপ্লিনে এই গেমস অনুষ্ঠিত হবে। এর মধ্যে অলিম্পিক ইভেন্ট হিসেবে সাঁতার, আরচারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ইকুয়েস্ট্রেইন, ফেন্সিং, ফুটবল, হকি, জুডো, কাবাডি রয়েছে। অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এবার (আইওসি) নতুন দুটি ইভেন্ট যুক্ত করেছে।
এবারই প্রথম যোগ হতে যাচ্ছে ই-স্পোর্টস ও ব্রেক ড্যান্সিং ইভেন্ট। ১১ বছর পর আবার এশিয়ান গেমসে ফিরেছে ক্রিকেট। ২০১০ সালে প্রথমবার এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট অন্তর্ভূক্ত হয়েছিল। গত দুই আসরে স্বাগতিক দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার আগ্রহ না থাকায় ইভেন্টটি বাতিল করা হয়েছিল।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।