

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা এই ব্যাটসম্যান একাধিক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে সাম্প্রতিক পারফরম্যান্স তার ক্যারিয়ারে একটি কঠিন সময় এনে দিয়েছে।
ভাষাগত চ্যালেঞ্জ ও যোগাযোগের সমস্যা
বাবর আজমকে তার ফর্মে ফেরাতে বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা পরামর্শ দিয়ে থাকেন। তবে ইংরেজি ভাষায় দুর্বলতা থাকায় এসব পরামর্শ বোঝা তার জন্য কিছুটা কঠিন হয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হার্সেল গিবস এ প্রসঙ্গে বলেছেন, “আমার মনে হয় বাবরের সঙ্গে একটি ভাষাগত সমস্যা তৈরি হতে পারে। কারণ ওর ইংরেজি খুব একটা ভালো নয়। তাই ওর সঙ্গে কথা বলা বা যোগাযোগ রাখা একটু কঠিন।”
হার্সেল গিবস অতীতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংসের সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে বাবর আজমও খেলেছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে গিবস মনে করেন, ভাষাগত সমস্যার কারণে বাবর হয়তো সঠিকভাবে পরামর্শ গ্রহণ করতে পারছেন না, যা তার পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।
ব্যাটিং পজিশন ও আত্মবিশ্বাসের সংকট
পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল মনে করেন, বাবর আজমকে দিয়ে ওপেনিং করানো সঠিক সিদ্ধান্ত নয়। এতে দলের ব্যাটিং কম্বিনেশন নষ্ট হচ্ছে এবং বাবরও আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন। তার মতে, সাম্প্রতিক সময়ে টেস্ট ও ওয়ানডেতে বাবরের ধারাবাহিকতা অনেক কমে গেছে।
সমর্থন ও আশাবাদ
অন্যদিকে, পাকিস্তানের বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বাবর আজমের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “বাবর পাকিস্তানের হয়ে অনেক রান করেছে। তাই আমরা তার কাছ থেকে প্রতি ম্যাচেই শতরান আশা করতে পারি না। অতীতে সে যা করেছে, তাতে আমি আশাবাদী যে সে দ্রুত ফর্মে ফিরবে।”
বাবর আজমের সাম্প্রতিক ফর্মহীনতা ও ভাষাগত চ্যালেঞ্জ তার পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। তবে তার সামর্থ্য ও অতীতের সাফল্য বিবেচনা করে বলা যায়, সামান্য পরিবর্তন ও মানসিক দৃঢ়তা তাকে দ্রুত স্বরূপে ফিরিয়ে আনতে পারে। কোচিং ও পরামর্শের ক্ষেত্রে ভাষাগত সহায়তা প্রদান করলে বাবরের উন্নতি আরও সহজ হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ও ম্যানেজমেন্ট যদি এই বিষয়গুলোর প্রতি নজর দেয়, তবে বাবর আজম আবারও তার সেরা ছন্দ ফিরে পেতে পারেন।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।