৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলার সময় চোট পেয়েছিলেন। এরপর থেকেই অনিশ্চয়তায় ছিল বৈশ্বিক আসরে তার অংশগ্রহণ।
মাকসুদের পিঠের এমআরআই স্ক্যানের ফলাফল ইতিবাচক না আসায় তাকে বিশ্বকাপ দলের বাইরে রাখা হয়েছে। চোট কাটিয়ে মাঠে ফিরতে তাকে বিশ্রামে থাকতে হবে এবং লম্বা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
পাঁচ বছর বিরতির পর জাতীয় দলে ফেরার পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরে খুব ভালো কিছু করতে না পারলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ পারফরম্যান্স করেন মাকুসদ। মুলতান সুলতান্সের শিরোপা জয়ে পাঁচ অর্ধশতকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পিএসএলের এই আসরে অন্যদের থেকে সবচেয়ে বেশি বাউন্ডারিতে রানও তোলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্য মাকসুদের ছিটকে পড়ার বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।