দেশের ঘরোয়া ক্রিকেট, কোচ নির্বাচন, আন্তর্জাতিক হোম সিরিজগুলোর উইকেট নিয়ে সবসময় কথা বলে আসছেন মাশরাফি। নেতৃত্ব ছাড়ার পর তিনি প্রকাশ্যে বিসিবির বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনাও করেন।
সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘নট আউট নোমান’-এ দেওয়া সাক্ষাতকারে মাশরাফি বলেছেন, এই মুহূর্তে দলের সঙ্গে কোনো দায়িত্বে যুক্ত হওয়ার ইচ্ছা তার নেই। তিনি এখনও অবসর নেননি এবং সামনে বিপিএলেও খেলতে চান।
তবে ভবিষ্যতে জাতীয় দলের সঙ্গে তিনি শর্তসাপেক্ষে যুক্ত হতে রাজি আছেন। মাশরাফি বলেন, আমি কার সঙ্গে কাজ করবো, কীভাবে করব, আমার কাজের ধরন কী হবে অথবা আমার কাজে অযাচিত হস্তক্ষেপ হবে কিংবা কেউ এসে বাঁ হাত দেবে-তা চলবে না।
আমার জবাবদিহিতা এবং দায়বদ্ধতার একটি নির্দিষ্ট জায়গা থাকবে। আমি কাজ করলে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে করব। প্রতিনিয়ত আমার কাজে ডিষ্টার্ব হবে, ওই ধরনের কাজে আমি যাব না। আমাকে যদি কেউ চায়, তাহলে সেভাবে তারা আগে চিন্তা করুক। আমার নিজেকে নিয়ে চিন্তা নেই। তাদের (বিসিবি) কোনো সমস্যা আছে কিনা, সেটা তাদের ভাবনা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।