

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে সেটা জানা গেছে। আর নতুন চুক্তি অনুযায়ী বিসিবির সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন আহমেদ।
বিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ২২ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। এই চুক্তিটি বিসিবি-এর সর্বশেষ সভায় অনুমোদনের জন্য ওঠার কথা ছিল এবং ৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ ‘বি’ ক্যাটেগরিতে তালিকাভুক্ত ছিলেন।
তবে মাহমুদুল্লাহ তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার হিসেবে গণ্য হবেন না। নতুন চুক্তি অনুযায়ী এ+ গ্রেডে একমাত্র ক্রিকেটার তাসকিন। মাসে তিনি পাবেন ১০ লাখ টাকা।
‘এ’ ক্যাটেগরিতে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসের সঙ্গে আছেন মুশফিকুর রহিম। তবে মুশফিক ৫ মার্চ ওয়ানডে থেকে অবসর নেওয়ায় এই মাস থেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তির ‘বি’ গ্রেডে থাকবেন।
মাহমুদউল্লাহ এই মাস থেকে না থাকলেও তাঁর নাম রাখা হয়েছে ‘বি’ গ্রেডে।এই তালিকায় আরও আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। নাহিদ গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দুর্দান্ত খেলছেন।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।