ক্রিকেটের জনপ্রিয় সাইট ইএসপিএন ক্রিকইনফোর ওয়ানডে বর্ষসেরা ব্যাটার পুরস্কার জিতেছেন সাবেক টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের জন্য গতকাল রোববার (২৩ জানুয়ারি) এই পুরস্কার পান তিনি। মুশফিকুর রহিমের সঙ্গে মনোনীত হয়েছিলেন নিউজিল্যান্ডের টম লাথাম, ইংল্যান্ডের বেন স্টোকস, স্যাম কুরান, জেমন ভিন্স,
পাকিস্তানের বাবর আজম, ফখর জামান, আয়ারল্যান্ডের অ্যান্ডি বালবার্নি, ভারতের দীপক চাহার ও দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। অন্যদিকে বর্ষসেরা বোলিং বিভাগে বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছিলেন দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
নিষেধাজ্ঞা থেকে ফিরে গত বছরটি দারুণ কাটিয়েছেন সাকিব আল হাসান। সাকিব, মিরাজ ছাড়াও বর্ষসেরা বোলিং পারফরম্যান্সের জন্য মনোনীত হয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ভারতের প্রাসিদ কৃষ্ণা, শ্রীলঙ্কার দুশমন্থ চামিরা, ইংল্যান্ডের ক্রিস ওকস, স্যাম কুরান, সাকিব মাহমুদ, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।