উইকেটের এক প্রান্ত আগলে সেঞ্চুরির দিকে ব্যাট চালাতে শুরু করা দিমুথ কারুনারত্নেকে ফেরান সাকিব। দুর্দান্ত এক আর্ম বলে বিভ্রান্ত হয়ে স্টাম্প হারান লঙ্কান দলপতি।

ঘরের উইকেটের সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই লঙ্কানদের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার শিবিরে দিনের শুরুতে এবাদতের আঘাতের পর উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।

দিনের প্রথম ওভারেই কাসুন রাজিথাকে ফেরান এবাদত। দ্বিতীয় বলেই তাকে বোল্ড করে পতন ঘটান লঙ্কানদের তৃতীয় উইকেটের। এরপর উইকেটের এক প্রান্ত আগলে সেঞ্চুরির দিকে ব্যাট চালাতে শুরু করা দিমুথ কারুনারত্নেকে ফেরান সাকিব। দুর্দান্ত এক আর্ম বলে বিভ্রান্ত হয়ে স্টাম্প হারান লঙ্কান দলপতি।

মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৮০ রান। এর মধ্য দিয়ে ১৬৪ রানে চতুর্থ উইকেটের পতন ঘটল শ্রীলঙ্কার। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৪৩ রান।