নতুন বছরটা দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথমে বোলিংয়ে আর এখন ব্যাটিংয়ে আধিপত্য দেখাচ্ছে টাইগাররা।

দুর্দান্ত ব্যাটিংয়ে মুমিনুলবাহিনী এগিয়ে যাচ্ছে লিডের দিকে। প্রতিদেবদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০৪ রান। দলপতি মুমিনুল হক ৬০ ও লিটন দাস ৪৯ রানে ব্যাট করছেন। দুজনে এরই মধ্যে ১০১ রানের জুটি গড়ে ফেলেছেন।

নিউজিল্যান্ডের চেয়ে আর মাত্র ২৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে আছে ৬টি উইকেট। শাদমান ইসলাম ২২, মাহমুদুল হাসান জয় ৭৮, নাজমুল হোসেন শান্ত ৭৮ ও মুশফিকুর রহীম ১২ রান করে সাজঘরে ফিরেছেন। কিউইদের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন পেসার নিল ওয়াগনার। ট্রেন্ট বোল্টের শিকার একটি উইকেট।