সাকিব আল হাসানের অভিযোগে নয়, বরং ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার সাব্বির খান।

খোদ সাব্বির খান তো বটেই, সাকিব আল হাসান এবং বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খানও এমনটাই জানিয়েছেন। সাকিব আল হাসান দাবি করেছেন, তার নামে ছড়ানো হয়েছে মিথ্যা তথ্য।

বিশ্বকাপ থেকে এসে বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার সাব্বির খান গেল ৭ নভেম্বর পদত্যাগ করেছেন। এক মাসের নোটিসে এই পদত্যাগের সিদ্দান্ত অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর হবে তার শেষ কর্মদিবস।

তবে বেশ কয়েকটি বেসরকারি গণমাধ্যমে দাবি করা হয়, সাব্বির খানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের লিখিত অভিযোগ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আর এই অভিযোগের ভিত্তিতেই সাব্বির খানকে বরখাস্ত করেছে বিসিবি। তবে সাব্বির খান নিজের দাবি করেছেন, তার এই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত।